আপনি যদি সিজার করেন তাহলে সিজারের কতদিন পর সহবাস করা যায় এ বিষয়ে বিস্তারিত ধারণা রাখতে হবে। তাহলে সিজার পরবর্তী সময়ে এ সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলায় পড়তে হবে না। 

বর্তমান সময়ে বেশিরভাগ গর্ভবতী নারীদের সিজার করা হয়ে থাকে। সিজার পরবর্তী সময়ের কমন একটি প্রশ্ন হচ্ছে সিজারের কতদিন পর সহবাস করা যায় বা সিজারে বাচ্চা হওয়ার কত দিন পর সহবাস করা যায়। 

তাই আসুন, এই পোস্ট থেকে সিজারের পর সহবাস করার নিয়ম এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেই। 

সিজারের কতদিন পর সহবাস করা যায়

বর্তমান সময়ে বেশিরভাগ নারীরা গর্ভবতী হলে সিজারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। সিজার করার পরে স্বামী-স্ত্রী দুজনের মনে প্রশ্ন জাগে কতদিন পর সহবাস করব? 

সাধারণত ডাক্তারের মতে সিজারের ৬ সপ্তাহ পর সহবাস করা যায়। অর্থাৎ, সিজার করা ৬ সপ্তাহ পরে সহবাস করতে পারবেন। আবার কোন কোন ডাক্তার সিজারের ৮ সপ্তাহ পরে সহবাস করতে বলে। 

তাই সিজার করার পরে অন্তত ৬-৮ সপ্তাহ অপেক্ষা করতে হবে। ৬ থেকে ৮ সপ্তাহ অপেক্ষা করার পরে তখন সহবাস করতে পারবেন। তখন আর কোন সমস্যা হবে না। 

এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত এবং সঠিক তথ্য জানতে একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন। তাহলে সবচেয়ে ভালো হবে। 

সিজারের পর সহবাস করার নিয়ম

গর্ভবতী নারী সিজার হবার পরে তাদের মনে প্রথম যে প্রশ্ন আসে তা হল সিজারের পর সহবাস করার নিয়ম কি। আসলে সিজারের পর সহবাস করার নির্দিষ্ট কোন নিয়ম নেই। 

তবে গাইনি ডাক্তারের মতে সিজারের ৬-৮ সপ্তাহ পরে সহবাস করা উচিত। আবার কোন কোন গাইনি ডাক্তার সিজারের ৭ সপ্তাহ পরে সহবাস করার কথা বলে থাকে। 

FAQ’s 

সিজারে বাচ্চা হওয়ার কত দিন পর সহবাস করা যায়?

সিজারে বাচ্চা হওয়ার ৪২ থেকে ৫৬ দিন পর সহবাস করা যায়। আবার কোন কোন ডাক্তার সিজারে বাচ্চা হওয়ার ৪০-৫০ দিন পরে সহবাস করার কথা বলে। 

সিজার হওয়ার কতদিন পর সহবাস করা যাবে?

ডাক্তারি মতে সিজার হওয়ার ৪২ থেকে ৫৬ দিন পর সহবাস করা যাবে। এছাড়া অনেক ডাক্তার সিজারের ৪০-৫০ দিন পর সহবাস করার কথা বলে থাকেন। 

নরমাল ডেলিভারির কত দিন পর সহবাস করা যায়?

নরমাল ডেলিভারির কত দিন পর সহবাস করা যায় এটার কোন ধারাবাহিক নিয়ম নেই। তবে ডাক্তারি মতে নরমাল ডেলিভারির ৬ থেকে ৭ সপ্তাহ পরে সহবাস করা যাবে। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *