হেপাটাইটিস বি সংক্রান্ত কমন একটি প্রশ্ন হচ্ছে হেপাটাইটিস বি হলে কি বিয়ে করা যায়? চলুন এ সংক্রান্ত সঠিক উত্তর জেনে নেওয়া যাক। 

হেপাটাইটিস বি সাধারণত শরীরের জটিল একটি রোগ হলেও এ নিয়ে বেশি দুশ্চিন্তার কোন কারণ নেই। কেননা বর্তমান সময়ে হেপাটাইটিস বি রোগের সঠিক চিকিৎসা রয়েছে। 

যাদের হেপাটাইটিস বি হয়েছে তারা বিয়ে করতে পারবে কিনা অথবা হেপাটাইটিস বি রোগে আক্রান্ত রোগীকে বিয়ে করা যায় কিনা এসব প্রশ্নের উত্তর পেতে এই পোস্ট শেষ পর্যন্ত পড়ুন। 

হেপাটাইটিস বি হলে কি বিয়ে করা যায়? 

জ্বি, হেপাটাইটিস বি হলে বিয়ে করা যাবে। অর্থাৎ, হেপাটাইটিস বি রোগে আক্রান্ত এমন ব্যক্তিকে বিয়ে করা যাবে। হেপাটাইটিস বি রোগীরা বিয়ে করতে পারবে এবং নারী হলে পরবর্তীতে সন্তান ধারণও করতে পারবে।

বর্তমান প্রযুক্তির এই সময়ে হেপাটাইটিস বি রোগের সুচিকিৎসা রয়েছে। তাই এখন আর কোন ব্যক্তিই দীর্ঘদিন হেপাটাইটিস বি রোগে আক্রান্ত থাকে না। সুচিকিৎসার মাধ্যমে হেপাটাইটিস বি ভালো হয় এর অসংখ্য উদাহরণ রয়েছে। 

FAQ’s 

হেপাটাইটিস বি রোগীকে কি বিয়ে করা যাবে? 

হেপাটাইটিস রোগীকে অবশ্যই বিয়ে করা যাবে। কেননা, হেপাটাইটিস বি রোগ সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো হয়। 

হেপাটাইটিস বি কি ছোঁয়াচে রোগ? 

জ্বি, হেপাটাইটিস বি ছোঁয়াচে একটি রোগ। এরকম মূলত হেপাটাইটিস বি ভাই*রাসের মাধ্যমে ছড়ায়। 

হেপাটাইটিস বি হলে কি বিদেশ যাওয়া যায়?

হেপাটাইটিস বি হলে বিদেশে যাওয়া যায় না। অর্থাৎ, হেপাটাইটিস বি রোগীদের বিদেশ যাওয়া নিষেধ। তবে পরবর্তীতে হেপাটাইটিস ভালো হলে সেই রোগী বিদেশে যেতে পারবে। 

হেপাটাইটিস সি হলে কি বিয়ে করা যায়? 

হেপাটাইটিস সি হলে অবশ্যই বিয়ে করা যায়। হেপাটাইটিস আক্রান্ত রোগী নারী কিংবা পুরুষ হোক তাকে বিয়ে করা যাবে। 

হেপাটাইটিস বি পজিটিভ হলে করনীয়? 

হেপাটাইটিস বি পজিটিভ হলে প্রথমে একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তারপরে ডাক্তারের দেওয়া ঔষধপত্র সঠিকভাবে সেবন করলে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। 

হেপাটাইটিস বি হলে কি খাওয়া উচিত?

হেপাটাইটিস বি হলে নিয়মিত ফলমূল, ডিম, দুধ, অলিভ অয়েল, চর্বিহীন মাংস, বাদাম, বীজজাতীয় খাদ্য, মাছ, দই এবং পনির খাওয়া উচিত। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *