৮ শ্রেণির বৃত্তি পরীক্ষা পুনরায় সরকার চালু করেছে। তাই বৃত্তি পরীক্ষা দিতে আগ্রহীদের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ সিলেবাস সম্পর্কে ধারণা রাখতে হবে।
দীর্ঘ ১৫ বছর পর আবারো চালু হচ্ছে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা। এ বছরের একদম শেষের দিকে (ডিসেম্বরে) ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
তাই যারা অষ্টম শ্রেণীর সরকারি বৃত্তি পরীক্ষা দিতে আগ্রহী তাদের অবশ্যই ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ সিলেবাস সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে।
৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ সিলেবাস
৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ সালের পূর্ণাঙ্গ সিলেবাস এখন পর্যন্ত বের হয়নি। তবে অতি দ্রুতই ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ সিলেবাস বের হবে বলে জানা গেছে।
৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সব প্রশ্ন মূল বই থেকে করা হবে। অর্থাৎ, অষ্টম শ্রেণীর সরকারি বৃত্তি পরীক্ষার সকল প্রশ্ন আসবে মূল বই থেকে।
তারপরেও আপনাদের সামনে সম্ভাব্য একটি সিলেবাস তুলে ধরার চেষ্টা করলাম।
২০২৫ সালের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা সর্বমোট ৫ টি বিষয়ের উপর ৪০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
- বাংলা — ১০০ নাম্বার;
- ইংরেজি — ১০০ নাম্বার;
- গণিত — ১০০ নাম্বার;
- বিজ্ঞান — ৫০ নাম্বার;
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় — ৫০ নাম্বার।
এই পাঁচটি বিষয়ে সর্বমোট ৪০০ নম্বরের পরীক্ষা হবে এবার অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায়।
তাই যারা এবারের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা উপরোক্ত সিলেবাস অনুযায়ী পড়াশোনা করা শুরু করুন।
অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ সিলেবাস
আপনারা সবাই অবগত আছেন এবছরের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।
তবে এ বৃত্তি পরীক্ষার সকল প্রশ্ন মূল বই থেকে আসবে। তাই বৃত্তি পরীক্ষা দিতে আগ্রহী শিক্ষার্থীদের মূল বই ফলো করার জন্য আহ্বান করা হচ্ছে।
উপরে আমরা এবছরের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার মানবন্টন উল্লেখ করেছি। মূলত উপরোক্ত ৫ টি বিষয় থেকে সর্বমোট ৪০০ নম্বরের পরীক্ষা হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা মোট ৬০০ নম্বরের হবে, যা ছয়টি বিষয়ের উপর ভিত্তি করে নেওয়া হবে। প্রতিটি বিষয়ে জন্য ১০০ নম্বর বরাদ্দ রয়েছে। সম্ভাব্য বিষয়গুলো হলো:
কুরআন মাজীদ ও তাজবিদ: ১০০ নম্বর
হাদিস শরীফ: ১০০ নম্বর
আরবি: ১০০ নম্বর
বাংলা: ১০০ নম্বর
ইংরেজি: ১০০ নম্বর
গণিত: ১০০ নম্বর
পরীক্ষাটি ২০২৫ সালের ডিসেম্বর মাসের ২১, ২২, ২৩, ২৪, এবং ২৯ তারিখে ছয় দিনে অনুষ্ঠিত হবে।
৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা রুটিন ২০২৫
| বিষয় ও সময় (সকাল ১০ টা থেকে ১ পর্যন্ত) | বিষয় কোড | তারিখ ও দিন |
| বাংলা | ১০১ | ২১/১২/২০২৫ রবিবার |
| ইংরেজী | ১০৭ | ২২/১২/২০২৫ সোমবার |
| গনিত | ১০৯ | ২৩/১২/২০২৫ মঙ্গলবার |
| বিজ্ঞান | ১২৭ | ২৪/১২/২০২৫বুধবার |
| বাংলাদেশ ও বিশ্বপরিচয় | ১৫০ | ২৪/১২/২০২৫বুধবার |
জুনিয়র বৃত্তি পরীক্ষার শেষ প্রস্তুতি জানুন
৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ সাজেশন
দীর্ঘ কয়েক বছর পরে আবারো অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা চালু হয়েছে। এবছরের ডিসেম্বর মাসে ২০২৫ সালের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২৫
এবছরের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সকল প্রশ্ন মূল বই থেকে হবে। তাই আগ্রহী শিক্ষার্থীদের মূল বই পড়ার আহ্বান করা হলো।






